Tuesday, October 1, 2013

আপনার কম্পিউটার অটো shutdown করুন, time ফিক্সড করে দিয়ে আরামছে ঘুমিয়ে পড়ুন।

Julianna | 8:38 PM |
আজ আপনাদের সাথে খুবি সিম্পল এবং কাজের একটি টিপস শেয়ার করবো। আমরা যেহেতু নেট ইউজ করি তাই মাঝে মাঝে কিছু নাটক, মুভি ইত্যাদি ডাউনলোড করে থাকি, আর ডাউনলোড করার মুক্ষম সময়টিই রাত্রে শুবার সময়। কিন্তু সমস্যা হল যখন ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয় তখন ঘুম ভেঙ্গে শোয়া থেকে উঠে কম্পিউটার বন্ধ করতে হয় যা খুবি বিরক্তিকর।

তাই আজ এই সমস্যাটির সমাধানটাই দেখাবো আপনাদেরকে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক -

কাজটি একদম সহজ, শুধু স্টার্ট মেনু থেকে run অপশন ওপেন করুন, তারপর নিচের লিখাগুলো কপি করে পেস্ট করুন...........
shutdown.exe -s -t120

লক্ষ করুন এখানে সময়টা নির্ধারণ করা হয়েছে সেকেন্ড হিসেবে, মানে আপনি সময় যাই ফিক্সড করেন ওটা করতে হবে সেকেন্ড হিসেবে। এখানে t এর পরে যা দেখতেছেন তাহাই হল সময়,
আমি আমার কম্পিউটার ২ মিনিট পরে বন্ধ করতে চাচ্ছি তাই আমি ১২০ সেকেন্ড দিলাম।
ব্যাস আপনার কাজ শেষ, এবার আরামছে ঘুমিয়ে পড়ুন।

খুবই ছোট্ট একটা পোস্ট, কিন্তু খুব কাজের। আশা করি কেউ না কেউ উপকৃত হবেন। তাহলেই আমার কষ্ট সার্থক। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ।

1 comment:

  1. ভাই আপনার সবগুলো পোষ্টই অসম্ভব ভালো এতে কোন সন্দেহ নেই তবে দুইটা টিপস্ পেয়ে আমি কতটুকু উপকৃত হয়েছি তা আপনাকে লিখে প্রকাশ করতে পারতেছিনা ভাই প্লিজ আপনার ফোন নাম্বারটা আমাকে দেন কথা দিচ্ছি আপনাকে বিরক্ত করবোনা আপনি চান তো একবারই আপনার সাথে কথা বলবো। simpledesignerbd@gmail.com
    পোষ্ট দুটি:- ১। কম্পিউটার অটো অফ ২। কম্পিউটার এর গতি বাড়ানো

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.