Monday, October 21, 2013

কিভাবে ফেসবুক থেকে টাকা উপার্জন করা যায়।।।

Julianna | 12:21 AM | 5 Comments so far
অনেক জায়গা আছে যেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন। আমি এখানে সবচেয়ে ভাল এবং সহজ পদ্ধতি শেয়ার করছি। এটা ফেসবুক থেকে টাকা উপার্জন।
facebook earning
১- ফেসবুক পেজ থেকে টাকা উপার্জন করুনঃ-
টাকা উপার্জনে ফেসবুক একটা ভাল রাস্তা। একটা ফেসবুক পেজ খুলে এটা ব্লগিং এর মত করে ফেলা। আপনাকে আপনার পেজটাকে বিখ্যাত করতে হবে। আপনি যদি আপনার পেজটাকে বিখ্যাত করতে না পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। ব্যবসায় এর জন্য জনপ্রিয়তা যেমনি গুরুত্বপূর্ণ, এখানেও একই অবস্থা। এখানে জনপ্রিয়তা মানে অনেক লাইক এবং অনেক আসল লাইক।
আপনার পেজ তৈরি করুন, বিখ্যাত করুন, অনেক মানুষ আনুন, অনেক লাইক পান এবং তারপর এই পদ্ধতিটা মেনে চলুন যেটা আমি এই পোস্ট এ বলব।
=> লাইক বিক্রি করুনঃ-
যদি আপনার পেজ এ অনেক আসল লাইক থাকে তাহলে মানুষ আপনি যেই কথা বলবেন সেটা বিশ্বাস করবে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হল, কিছু মানুষ আছে যাদের পেজ এ লাইক লাগবে। সুতরাং আপনি আপনার পেজএ তার পেজ এর বিজ্ঞাপন দিতে পারেন। একটি উদাহরন দেয়া হল। “ হ্যালো সবাই, আমি মোবাইল সার্ভিসিং এর উপর ভাল একটা পেজ পেলাম। বিস্তারিত জানার জন্য আপনারা এই পেজ এ লাইক দিতে পারেন। যেহেতু আপনার পেজ এর উপর মানুষের বিশ্বাস আছে, সেহেতু ঐ পেজ এ অনেক মানুষ ভিজিট করবে এবং লাইক দিবে। আপনি ঐ পেজ এর মালিকের সাথে প্রতি ১০০০ লাইক এর জন্য নির্দিষ্ট একটা টাকা চাইতে পারেন। এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করতে পারেন।
=> affilate হয়ে জানঃ-
আপনার যদি কিছু ব্লগ এবং ওয়েবসাইট থাকে তাহলে Affilate  টাকা উপার্জন এর একটা ভাল উপায়। যদি শুধু ফেসবুক অ্যাকাউন্ট ও থাকে তাহলেও আপনি টাকা উপার্জন করতে পারেন।
অনলাইনে অনেক বিজনেস আছে যেখানে আপনি তাদের affiliates হয়ে যেতে পারেন। এটা সম্পর্কে গুগল এ খুজলেই পাবেন। যেকোনো ধরনের অনলাইন বিজনেস এ affiliate হয়ে যাওয়া ফ্রী। এটা এক ধরনের বিজ্ঞাপন কিন্তু আপনি জানেন যে আপনি ঐ পণ্যতে কিছু ছাড় পাবেন। আমরা ধারনা করলাম যে আপনার একটা মোবাইল এর বিভিন্ন সমাধান এবং নতুন মোবাইল এর তথ্য এর একটি পেজ আছে। তাহলে আপনি অনলাইনের যেকোনো মোবাইলের বিজনেস এর সাথে affilate করতে পারেন। affiliate হাওয়ার পরে, আপনি আপনার লিঙ্ক টি আপনার ফ্যানদের কাছে দিন যারা আপনার পেজ টি লাইক করেছে। যদি সম্ভব হয় তাহলে কিছু ছাড় দিন যেন তারা আপনার লিঙ্ক থেকে পণ্য টা ক্রয় করে। আপনি কুপন কোড এর মাধ্যমে ছাড় দিতে পারেন।
=> আপনার পেজ বিক্রয় করুনঃ-
আপনার পেজটি যথেষ্ট বিখ্যাত করুন এবং বিক্রয় করুনঃ)। আমি মজা করতেছি? না। অনেক মানুষ আছে যারা ফেসবুক পেজ চায়, এবং তাদের এর জন্য একটা গ্রুপ ও আছে। তাদের কাছে আপনার পেজ বিক্রয় করুন। আপনি যদি আপনার পেজটি পুরোপুরি বিক্রি করতে না চান, তাহলে আপনার পেজ এর আরেকজন এডমিন বানিয়ে নিন।
Read more ...

Saturday, October 19, 2013

স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড পাচ্ছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন আপডেট

Julianna | 12:45 AM | Be the first to comment!
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রায় সবসময়ই অপেক্ষায় থাকেন কখন তার ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি আসবে। এদিক দিয়ে নেক্সাস ব্যবহারকারীরা বেশ সুখে থাকেন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ বের হওয়ার প্রায় পরদিনই সবাই আপডেট পেয়ে যান। অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সুখ একটু দেরিতে আসে।
অ্যান্ড্রয়েড ফোনের জগতে শীর্ষে থাকা স্যামসাং সম্প্রতি নিশ্চিত করেছে, তাদের গ্যালাক্সি গ্র্যান্ড হ্যান্ডসেটটি আগামী কয়েকদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ৪.২.২ আপডেট পাবে। জিএসএমএরিনার সূত্রমতে, গ্যালাক্সি গ্র্যান্ডের জন্য এই আপডেট ইতোমধ্যেই রাশিয়ার ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে। স্যামসাং-এর ঘোষণা অনুসারে, আগামী কয়েক দিনের মধ্যেই সারাবিশ্বের গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন।
নতুন এই আপডেটে রয়েছে লক স্ক্রিন উইজেট, অ্যাডভান্সড টগল মেনু, ডে-ড্রিম স্ক্রিনসেভার, ইমপ্রুভড টাস্ক সুইচিংসহ নতুন বেশ কিছু ফিচার। এছাড়াও গ্যালাক্সি এস৪-এর কিছু সফটওয়্যারও গ্যালাক্সি গ্র্যান্ডের ৪.২.২ আপডেটে জুড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩ যা ইতোমধ্যেই নেক্সাস ৪, নেক্সাস ৭ এবং নেক্সাস ১০-এ চলে এসেছে। পাশাপাশি ডেভেলপারদের কল্যাণে অন্যান্য ফোনেও অ্যান্ড্রয়েড ৪.৩-এর উপর ভিত্তি করে তৈরি কাস্টম রম রিলিজ দেয়া হয়েছে এক্সডিএ-সহ বিভিন্ন প্লাটফর্মে।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ৪.৩ আপডেট পাবে কি না সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে ব্যবহারকারীদের বেশিরভাগই অ্যান্ড্রয়েড ৪.৩-এর চেয়ে অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই নিয়ে বেশি আগ্রহী, যা এখনও অবমুক্তই হয়নি। অবশ্য জিএসএমএরিনার মতে, এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড কি লাইম পাই পাবে এমন নিশ্চিত ডিভাইসগুলো হচ্ছে গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি নোট ২।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীরা আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অথবা যারা ডিভাইসে রম ফ্ল্যাশ নিয়ে অভ্যস্ত, তারা এই লিংক থেকে নতুন ফার্মওয়্যারটি ডাউনলোড করে ফ্ল্যাশও করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে আমাদের পরামর্শ অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা

Read more ...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.