
আসুন জেনে নেয়া যাক সহজে কিভাবে উইন্ডোজের এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখা যায়।
১. Start বটন থেকে Run এ গিয়ে gpedit.msc লিখে ok দিন২. Group Policy নামের একটি ডায়ালোগ বক্স আসবে। এখান থেকে User Configuration এ গিয়ে Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
৩. Administrative Templates এর নিচের লিস্ট থেকে Windows Components এ ডাবল ক্লিক করুন।
৪. Windows Components এর নিচের লিস্ট থেকে Windows Explorer এ ক্লিক করলে ডানে Settings এর নিচের লিস্টে Hide these specified devices in My Computer দেখতে পাবেন।
৫. Hide these specified devices in My Computer এ ডাবল ক্লিক করলে আলাদা একটি টাইটেল বক্স আসবে এখান থেকে Enabled এ সিলেক্ট করে নিচে Pick one of the followings combinations থেকে যেকোনো একটি , দুটি বা সবগুলো ড্রাইভ লুকানোর জন্য Restrict all drives লিখে Ok দিন।
৬. এবার My Computer এ ঢুকলে দেখা যাবে লুকানো ড্রাইভগুলো আর দেখা যাচ্ছে না।
No comments:
Post a Comment