Saturday, October 19, 2013

C Cleaner নিয়ে নিন এখন আন্ড্রয়েড এ

Julianna | 12:39 AM |
সবাইকে আমার সালাম জানিয়ে আজকে আমার পোস্টটি শুরু করছি। আশাকরি পোস্টটি পড়ে সবার ভাল লাগবে। আজকে আমার এই পোস্ট আন্ড্রয়েড পাগলদের জন্য। দুঃখিত যদি ভুল বলে থাকি আজকের আমার এই পোস্ট আন্ড্রয়েড লাভারদের জন্য ও ।
1
আন্ড্রয়েড ফোন এর নিরাপত্তার ব্যাপারে মানে আপনার ফোন এর নিরাপত্তার ব্যাপারে আমি খুব আগ্রহি। তাই আজকে আপনার ফোন এর নিরাপত্তা দিতে এবং চলার পথের বাঁধা সরাতে মানে আপনার ফোনটিকে দ্রুত করতে আমি নিয়ে আসলাম কম্পিউটার জয় করে এখন আন্ড্রয়েড অ্যাপ C Cleaner. যদি কম্পিউটার চালান তাহলে চিনতে পারসেন আর যারা চিনেন নাই তাদের জন্য আমি অভাগা তো আছি। তো যারা জানেন  না তারা জেনে নিন এই অ্যাপটির কি কাজ?
আপনার ব্যাবহার করা অ্যাপস গুলো ঠিকঠাক রাখতে এবং জাঙ্ক ফাইল সরাতে এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন। অপ্রুয়জনিয় অ্যাপস গুলো রিমুভ করতে সাহায্য করে। ক্যাচে মুছে আপনার ফোন এর মেমোরি ঠিক রাখা যায়। আর ও কত কি এত বলা এখন সম্ভব না।
জেনে নিন অ্যাপটি সম্পর্কে খুঁটিনাটিঃ
 অ্যাপ এর নামঃ Clean Master (Cleaner)
অ্যাপ ভার্সনঃ ৩.৬-৩.৮
আন্ড্রয়েড ভার্সনঃ ২.১+(সর্বনিম্ন)
অ্যাপ সাইজঃ ভার্সন ৩.৬- ৫.৪ এমবি; ভার্সন ৩.৮- ৫.১ এমবি
অ্যাপ এর দামঃ একদম ফ্রী ( ফিক্সড দাম)
2
আর কি চান সব দিলাম এবার কষ্ট করে নামাইয়া নেন। আর যারা নামাতে পারবেন না তারা নিচে যানঃ

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.