উবুন্টুতে গুগল আর্থ

ডাউনলোড ও ইন্সটল করুন গুগল আর্থ আপনার উবুন্টুতে:
গুগল আর্থ উবুন্টুতে দুই ভাবে ইন্সটল করা যায়
1* .deb (debian package) and *.
2* .rpm (Redhat Package Manager)
১) প্রথমে ডাউনলোড করুন গুগল আর্থ ইন্সটলার প্যকেজ এখান থেকে এখান।
২) তারপর আপনার প্যকেজ নির্বাচন করুন যদি আপনার সিস্টেমটি 32 বিটে হয় তবে সিলেক্ট করুন 32 bit .deb (For Debian/Ubuntu) ।
৩) যদি আপনার সিস্টেমটি 64 বিটে হয় তবে সিলেক্ট করুন।
64 bit .deb (For Debian/Ubuntu)।
৪) তার পর নিচে [Agree and Download] বাটনে ক্লিক করুন।আপনার প্যকেজটি ডাউনলোড শুরু হয়ে যাবে । ডাউনলোড ফাইলটির সাইজ হবে 26 মে:বা এর কাছাকাছি।

ডাউনলোড তো হল এবার ইন্সটল এর পালা: উবুন্টুতে গুগল আর্থ ইন্সটল করা খুব সহজ Ctrl+Alt+T চেপে টার্মিনাল ওপেন করুন,তার পর টাইপ করুন ।
cd /home/download
sudo dpkg -i google-earth-stable_current_i386.deb

অথবা আপনি গুগল আর্থ ইন্সটল প্যকেজে ডাবল ক্লিক করে রান করালে অটোমেটিক ইন্সটল শুরু হয়ে যাবে।

ব্যস আপনার উবুন্টুতে চালু হয়ে গেল গুগল আর্থ:

No comments:
Post a Comment