Sunday, October 6, 2013

উবুন্টুতে গুগল আর্থ

Julianna | 11:32 PM |

উবুন্টুতে গুগল আর্থ

গুগল আর্থ ব্যবহার করে আপনি আপনার উবুন্টু উইন্ডোজ কম্পিউটারের মনিটরেই 3D তে পৃথিবী দেখার মজা উপভোগ করতে পারবেন ! এটা একটা চমৎকার অবিজ্ঞতা ! গুগল আর্থ সেবাটিকে আরও জনপ্রিয় করতে গুগল ব্যপক উন্নয়ন সাধন করে এই সেবাটির  ! এই উন্নয়নের ফলে আজকের এই অবস্তানে গুগল আর্থ ! যার প্রতিদ্বন্দ্বী একমাত্র নিজেই ! গুগল আর্থ বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি সেবা। যে কেউ বিনামূল্যে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করে স্যাটেলাইট থেকে তোলা সম্পূর্ণ পৃথিবীর 3D ছবি দেখা যায়!


ডাউনলোড ও ইন্সটল করুন গুগল আর্থ আপনার উবুন্টুতে:
গুগল আর্থ উবুন্টুতে দুই ভাবে ইন্সটল করা যায়

1* .deb (debian package) and *.
2* .rpm (Redhat Package Manager)

১) প্রথমে ডাউনলোড করুন গুগল আর্থ ইন্সটলার প্যকেজ এখান থেকে এখান
২) তারপর আপনার প্যকেজ নির্বাচন করুন যদি আপনার সিস্টেমটি 32 বিটে হয় তবে সিলেক্ট করুন 32 bit .deb (For Debian/Ubuntu) ।
৩) যদি আপনার সিস্টেমটি 64 বিটে হয় তবে সিলেক্ট করুন।
64 bit .deb (For Debian/Ubuntu)।
৪) তার পর নিচে [Agree and Download] বাটনে ক্লিক করুন।আপনার প্যকেজটি ডাউনলোড শুরু হয়ে যাবে । ডাউনলোড ফাইলটির সাইজ হবে 26 মে:বা এর কাছাকাছি।



















ডাউনলোড তো হল এবার ইন্সটল এর পালা: উবুন্টুতে গুগল আর্থ ইন্সটল করা খুব সহজ Ctrl+Alt+T চেপে টার্মিনাল ওপেন করুন,তার পর টাইপ করুন ।


cd /home/download
sudo dpkg -i google-earth-stable_current_i386.deb







অথবা আপনি গুগল আর্থ ইন্সটল প্যকেজে ডাবল ক্লিক করে রান করালে অটোমেটিক ইন্সটল শুরু হয়ে যাবে।















   ব্যস আপনার উবুন্টুতে চালু হয়ে গেল গুগল আর্থ:














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.