Saturday, October 5, 2013

পিডিএফ ফাইলে এ্যানিমেশন

Julianna | 9:34 PM |


প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় এ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি পিডিএফ ফাইলেও অ্যাড করা যায়। ফ্রিওয়্যার সফটওয়্যারটি দ্বারা এই কাজ খুব সহজেই করা যায়।
 
 
 
 
এ্যানিমেশন যুক্ত করার প্রক্রিয়াঃ
  • এ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে প্রয়োজন মতো ছবি বা পিডিএফ ফাইল খুলুন।
  • এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode এর ড্রপ-ডাউন থেকে Yes করুন।
  • পিডিএফ ফাইলটি চলার সময় কোন মিউজিক শুনতে চাইলে Background Music এ মিউজিক আনতে পারেন। এছাড়াও Metadata এর দরকারি তথ্য দিতে পারেন।
  • এবার বিভিন্ন পেজে এ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রত্যেক পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সকল পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন।
  • সবশেষে Convert to PDF এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরী করুন।
  • এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সকল এ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে। অনান্য পিডিএফ রিডারে এ্যানিমেশন বা মিউজিক ঠিকমত নাও চলতে পারে।
 
ডাউনলোড লিঙ্কঃ ফ্রিওয়্যার সফটওয়্যার

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.