Sunday, October 6, 2013

IDM এর খুবি গুরত্তপূর্ণ একটি টিপস দেখুন, কাজে অবশ্যই লাগবে।

Julianna | 3:30 AM |

(টিপসটি আগে থেকে কারো জানা থাকলে তাদের না দেখাই ভাল, শুধু শুধু টাইম লস হবে)
যারা জানেননা তাদের জন্য খুবি important একটি টিপস এটা। সাধারণত আমরা ডাউনলোডের জন্য সবাই idm ইউজ করে থাকি, কারন আমরা মতে
এখনও idm এর বিকল্প কোন download manager বেরই হয়নি। যাক ওসব কথা, এবার মুল কথা বলি। যেহেতু ডাউনলোডের জন্য idm ইউজ করি,
ধরুন আপনি ৫০০ মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড দিলেন এবং অর্ধ বা
বেশ অর্ধ ডাউনলোড হবার পরে কারেন্ট চলে গেল বা কোন কারনে আপনার
পিসি শাটডাউন বা রিস্টার্ট হয়ে গেল! ঠিক তখনি সমস্যা বাধে। মানে সে ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওই অর্ধ বা বেশ অর্ধ ডাউনলোড হওয়া ফাইলটিকে resume
করতে পারেন না (সবসময় এমনটা হয়না, তবে প্রায়ই এমনটা হয়ে থাকে বিশেষ করে ইউটিউবের ফাইলগুলোতে এই সমস্যাটি বেশি হয়) তখনতো মাথা নষ্ট হয়ে
যাওয়ার কথা। তাই আপনার এই সমস্যাটি সমাধানের জন্য আমার আজকের পোস্ট। এবার দেখুন যেভাবে resume করবেন>>>>
resume না হওয়া ফাইলটি যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন সেখানে গিয়ে আবার ডাউনলোড দিন, ভয় পাবেননা। ২০-২৫ সেকেন্ড ডাউনলোড করে
stop মানে cancel করে দিন। এবার টাস্ক বার থেকে idm ওপেন করুন এবং এখন ২০-২৫ সেকেন্ড যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটির উপর মাউসের
রাইট বাটন ক্লিক করে properties এ ক্লিক করুন, নিচে দেখুন..............................

properties এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন...........................

এবার আপনি নীল দাগ দেওয়া লিংক গুলো কপি করে নিন এবং ok করুন।
তারপর যে ফাইলটি অর্ধ ডাউনলোড হয়ে resume হচ্ছেনা সে ফাইলটিতেও আগের মত মাউসের রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন।
ক্লিক করার পরে যে বক্সটি আসবে সে বক্সের address ঘরের লিংকটি মুছে দিয়ে আগের কপি করা লিংকটি পেস্ট করে ok করুন, নিচে দেখুন.........

এবার আপনি ফাইলটি resume করুন আর দেখুন

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.