ফেসবুকে অ্যালবাম ডাউনলোড

অনেক
সময় আমরা বন্ধুর ফেসবুক এর অ্যালবাম থেকে এক সাথে অনেক ছবি ডাউনলোড করতে
চাই কিন্তু পারিনা। এই সমস্যা সফটওয়্যার ব্যাবহার করে সমাধান করা যায় আবার
অন্য সাইট ব্যাবহার করেও আপনার ফেসবুক বন্ধুর অ্যালবাম এর সকল ছবি এখন
একসঙ্গে ডাউনলোড করতে পারেন। এর জন্য কোন সফটওয়্যার এর দরকার নেই।
অনলাইনেই কাজটি করতে পারবেন।
১) ফেসবুক অ্যালবাম এর সকল ছবি একসঙ্গে ডাউনলোড করতে আপনাকে প্রথমে এই সাইট এ যেতে হবে
Facebook2Zip.com তারপর Login এ ক্লিক করুন ।
নীচের চিত্রের মত >>
২) এরপর আপনাকে একটি App এ ক্লিক করতে বলবে তাতে ক্লিক করলে নীচের চিত্রের মত নাম লিখতে বলবে ।
৩) উপরের সব ঠিকঠাক করে Next এ ক্লিক করলে নীচের চিত্রের মত আসবে। সেখানে
আপনি Select all the albums এ ক্লিক করুন, তারপর ডাউনলোড এ ক্লিক করুন ।
৪) এবার ডাউনলোড এ ক্লিক করুন, এবং ছবিগুলো কোথায় সেভ করে রাখবেন তা সিলেক্ট করুন ।
৫) ফটো ফাইলগুলো যেহেতু জিপ ফাইলে ডাউনলোড হবে তাই আপনার পিসিতে Win RAR
বা 7Zip অবশ্যই থাকতে হবে না হলে আপনি ফটোগুলো ওপেন করতে পারবেন না । তাই
যাদের Win RAR নেই তারা
এখানে ক্লিক করে ডাউনলোড করে পারবেন ।
No comments:
Post a Comment