অবশেষে উইন্ডোজ ফোনের জন্য প্রকাশ পেল মাইক্রোব্লগিং সাইট টুইটারের
ক্ষুদ্র ভিডিও শেয়ারের অ্যাপ্লিকেশন ভাইন। এ বছরের জানুয়ারীতে আইওএসে
প্রকাশিত অ্যাপটিতে ৬ দশমিক ৫ সেকেন্ড এর ভিডিও আপলোড করা যায় যা কিনা লুপে
চলতে থাকে। খুবই অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে ভিডিও শেয়ারিং এর এই
অ্যাপটি। পরবর্তীতে জুন মাসে এ অ্যাপ অ্যান্ড্রয়েড এর জন্য প্রকাশ পায় ।
সর্বশেষ এ মাসে উইন্ডোজ ফোন এর জন্য এটি প্রকাশ পেল।
যদি ভাইন সম্পর্কে কিছু না জেনে থাকেন তাহলে জেনে রাখুন, আপনার বিদ্যমান
টুইটার একাউন্ট দিয়ে অথবা আলাদাভাবে ইমেইল আইডি দিয়ে আপনি একটি ভাইন
একাউন্ট খুলতে পারবেন। অ্যাপটি থেকে স্ক্রিন স্পর্শ করলেই ভাইন এ রেকর্ডিং
শুরু হয় এবং স্ক্রিন থেকে আঙুল সরিয়ে নিলে রেকর্ডিং স্থির হয়ে যায়। ৬ দশমিক
৫ সেকেন্ড এর মধ্যে রেকর্ডিং সম্পন্ন হওয়ার পর ভিডিও ভাইন এ আপলোড করা
যায়।
ভাইন ডাউনলোডের লিঙ্ক
ভাইন ডাউনলোডের লিঙ্ক
No comments:
Post a Comment