বহুল প্রতীক্ষিত গেমিং কনসোল এক্সবক্স ওয়ান আগামী ২২ নভেম্বর বাজারে
ছাড়বে মাইক্রোসফট। বছরের শুরুর দিকে ঘোষণা পাওয়া এই গেমিং কনসোলে গেম
খেলা ছাড়াও আরও অনেক কিছুই করা যাবে। তবে ৫০০ ডলার মূল্যের এই গেমিং
কনসোলের মূল সফলতা নির্ভর করবে এতে মুক্তিপাওয়া গেমগুলোর উপরেই। শুরুতে
মোট ১৯ টি গেম খেলা যাবে এই ডিভাইসে। এক্সবক্স ওয়ান লঞ্চ টাইটেল হিসেবে
অভিহিত এই গেমগুলো কি পরিমাণ জায়গা দখল করবে তা সম্প্রতি বের হয়ে এসেছে।
লঞ্চ টাইটেলগুলোর ইন্সটল সাইজ জানা সম্ভব হয়েছে "টার্গেট" দোকানটি থেকে ভুলক্রমে এক গ্রাহককে আগেভাগেই এক্সবক্স ওয়ান কনসোলটি পাঠিয়ে দেয়ায়। Moonlightswami এর মতে, সবকটি গেম ২৪৬ মেগাবাইট থেকে ৪৩ গিগাবাইট জায়গা দখল করবে ইন্সটলের জন্য। সকল এক্সবক্স গেইমই কনসোলে ইন্স্টল করে খেলতে হবে। তবে যেখানে এক্সবক্স ওয়ানের স্টোরেজ মাত্র ৫০০ জিবি এত বড় আকারের ইন্সটল খুব সুবিধাজনক নয়।
Moonlightswami এর তথ্যমতে ইন্সটল সাইজগুলো হল-
লঞ্চ টাইটেলগুলোর ইন্সটল সাইজ জানা সম্ভব হয়েছে "টার্গেট" দোকানটি থেকে ভুলক্রমে এক গ্রাহককে আগেভাগেই এক্সবক্স ওয়ান কনসোলটি পাঠিয়ে দেয়ায়। Moonlightswami এর মতে, সবকটি গেম ২৪৬ মেগাবাইট থেকে ৪৩ গিগাবাইট জায়গা দখল করবে ইন্সটলের জন্য। সকল এক্সবক্স গেইমই কনসোলে ইন্স্টল করে খেলতে হবে। তবে যেখানে এক্সবক্স ওয়ানের স্টোরেজ মাত্র ৫০০ জিবি এত বড় আকারের ইন্সটল খুব সুবিধাজনক নয়।
Moonlightswami এর তথ্যমতে ইন্সটল সাইজগুলো হল-
- Assassin’s Creed 4: Black Flag – ২০ গিগাবাইট
- Battlefield 4 – ৩৩ গিগাবাইট
- Call of Duty: Ghosts – ৩৯ গিগাবাইট
- Dead Rising 3 – ১৯ গিগাবাইট
- FIFA 14 – ৮ গিগাবাইট
- Fighter Within – ৯.২ গিগাবাইট
- Forza Motorsport 5 – ৩১ গিগাবাইট
- Just Dance 2014 – ২২ গিগাবাইট
- Killer Instinct – ৩.৪ গিগাবাইট
- Lococyle – ১৩ গিগাবাইট
- Madden NFL 25 – ১২ গিগাবাইট
- NBA 2K14 – ৪৩ গিগাবাইট
- NBA Live 14 – ৯ গিগাবাইট
- Powerstar Golf – ৩.৯ গিগাবাইট
- Ryse: Son of Rome – ৩৪ গিগাবাইট
- Skylanders: Swap Force – ১৫ গিগাবাইট
- Xbox Fitness – ২৪৬ মেগাবাইট
- Zoo Tycoon – ২.৬ গিগাবাইট
- Zumba World Party – ২৪ গিগাবাইট
No comments:
Post a Comment