Tuesday, October 1, 2013

কখন যে ফেসবুকে ফটো ভ্যারিফিকেশন আসে ঠিক নাই । তাই এর সামাধাণ টা জেনে রাখলে দোষ কোথায়?

Julianna | 1:29 AM |
খুব কষ্ট লাগছিল যখন আমার ২ বসর বয়সি একটা ID এর ফটোভেরিফিকেশন এর কারনে অকাল মৃত্যু হয়েছিল । তাই আপনার জন্য আজকে একটা দারুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ID কে ফিরিয়ে দিবেই । এটি এমন একটা
পদ্ধতি যার মাধ্যেমে আইডি ঠিক
হবেই।
আমি এই পদ্ধতিতে বেশ
কয়েকটা আইডি ঠিক করেছি ।
যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ &
সময় বহুল।
একটু
ঝামেলা করে যদি একটা প্রিয়
আইডি ঠিক
করা যায় তবে তাতে ক্ষতি কি? যাই
হোক এবার
কাজের কথায় আসি।
♣ভেরিফিকেশ করতে প্রয়োজনীয়

উপকরণঃ

  • আপনার মোবাইল।
  • একটি সাদা খাতা।
  • একটি কলম।

কার্যপদ্ধতিঃ

ক্যাপচা এন্ট্রি ক
যে ফটোটা আসবে তার নাম
খাতায় লিখে রাখুন।ধরুন
ধানের ক্ষেতে একটি কাকতাড়ুয়ার
একটি ছবি এসেছে।
আপনি খাতায় লিখুন""ধানের
মাঠে কাকতাড়ুয়া""। এরপর এর
পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব
লোকের
নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার
করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম
এবং ফেসবুকের
দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন।
একবার ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করার পর কমপক্ষে দশ
মিনিট পর
আবার ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করবেন।
এবং উপরে উল্লেখিত
নিয়মে খাতায় সব
লিখে রাখুন।
এভাবে চেষ্টা করতে থাকলে দেখবে
যে ফেসবুক আবার সেই পূর্বের
ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের
দেয়া লোকের নাম
এবং খাতায়
লেখা লোকের নামের
দিকে তাকালেই
বুঝতে পারবেন যে,
একটা অথবা দুইটা নাম
খাতা এবং ফেসবুকের সাথে মিল
আছে। খাতায়
লেখা বাকী নামগুলোতে অন্যা লো
নাম
আসছে। এখানেই
আপনি ধরতে পারবেন আসল
লোকটাকে। আইডি খুলে গেলে দুই
রাকাত নফল নামায পড়ে মহান
আল্লাহর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করতে ভুলবেন না প্লিজ।

1 comment:

  1. ভালো লেগেছে,
    এই লিংকে একটি ভিডিও আছে দেখে নিতে পারেন। আশা করি ফেসবুক ফটোভেরিফিকেশন সমস্যা থেকে বেঁচে যাবেন।
    https://youtu.be/58A-Zr70kOA

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.