এক্সপ্লোর ফাইল ম্যানেজার অ্যাপস
স্মার্টফোনের
অভ্যন্তরীণ এবং বাড়তি মেমোরি কার্ডে ডাটা সংরক্ষণ ও সাজানোর ক্ষেত্রে এই
অ্যাপসটি বেশ কার্যকর। ক্লাউড কম্পিউটিং, রুট, ফাইল বা ফোল্ডার নামকরণ,
বিল্ট-ইন অডিও/ভিডিও প্লেব্যাক, ফাইল জিপ-আনজিপ, পছন্দের ফোল্ডার আলাদা
করা, মাল্টি সিলেকশন এবং ফোল্ডার লক করার মতো প্রয়োজনীয় কাজও করা যাবে এই
অ্যাপসটির মাধ্যমে। ব্লুটুথের মাধ্যমে এক্সপ্লোর ফাইল ম্যানেজার দিয়ে
যেকোনো ফাইল অন্য যেকোনো ডিভাইসে আদান-প্রদানও করা যাবে। এছাড়া পিকাসা
ব্যবহার করে ছবি দেখার সুবিধাও রয়েছে। লোনলি ক্যাট নির্মিত এই অ্যাপসটি
গুগলের প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ২.১ এবং
এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে এই অ্যাপসটি ব্যবহার করা যাবে।
এছাড়া অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেটেও এই অ্যাপসটি কাজ করবে। এটির আকার:
২.৬৮ মেগাবাইট।
No comments:
Post a Comment