অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রায় সবসময়ই অপেক্ষায় থাকেন কখন
তার ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি আসবে। এদিক দিয়ে
নেক্সাস ব্যবহারকারীরা বেশ সুখে থাকেন। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ বের
হওয়ার প্রায় পরদিনই সবাই আপডেট পেয়ে যান। অন্যান্য ব্র্যান্ডের
স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সুখ একটু দেরিতে আসে।
অ্যান্ড্রয়েড ফোনের জগতে শীর্ষে থাকা স্যামসাং সম্প্রতি নিশ্চিত করেছে, তাদের গ্যালাক্সি গ্র্যান্ড হ্যান্ডসেটটি আগামী কয়েকদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ৪.২.২ আপডেট পাবে। জিএসএমএরিনার সূত্রমতে, গ্যালাক্সি গ্র্যান্ডের জন্য এই আপডেট ইতোমধ্যেই রাশিয়ার ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে। স্যামসাং-এর ঘোষণা অনুসারে, আগামী কয়েক দিনের মধ্যেই সারাবিশ্বের গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন।
নতুন এই আপডেটে রয়েছে লক স্ক্রিন উইজেট, অ্যাডভান্সড টগল মেনু, ডে-ড্রিম স্ক্রিনসেভার, ইমপ্রুভড টাস্ক সুইচিংসহ নতুন বেশ কিছু ফিচার। এছাড়াও গ্যালাক্সি এস৪-এর কিছু সফটওয়্যারও গ্যালাক্সি গ্র্যান্ডের ৪.২.২ আপডেটে জুড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩ যা ইতোমধ্যেই নেক্সাস ৪, নেক্সাস ৭ এবং নেক্সাস ১০-এ চলে এসেছে। পাশাপাশি ডেভেলপারদের কল্যাণে অন্যান্য ফোনেও অ্যান্ড্রয়েড ৪.৩-এর উপর ভিত্তি করে তৈরি কাস্টম রম রিলিজ দেয়া হয়েছে এক্সডিএ-সহ বিভিন্ন প্লাটফর্মে।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ৪.৩ আপডেট পাবে কি না সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে ব্যবহারকারীদের বেশিরভাগই অ্যান্ড্রয়েড ৪.৩-এর চেয়ে অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই নিয়ে বেশি আগ্রহী, যা এখনও অবমুক্তই হয়নি। অবশ্য জিএসএমএরিনার মতে, এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড কি লাইম পাই পাবে এমন নিশ্চিত ডিভাইসগুলো হচ্ছে গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি নোট ২।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীরা আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অথবা যারা ডিভাইসে রম ফ্ল্যাশ নিয়ে অভ্যস্ত, তারা এই লিংক থেকে নতুন ফার্মওয়্যারটি ডাউনলোড করে ফ্ল্যাশও করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে আমাদের পরামর্শ অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা
অ্যান্ড্রয়েড ফোনের জগতে শীর্ষে থাকা স্যামসাং সম্প্রতি নিশ্চিত করেছে, তাদের গ্যালাক্সি গ্র্যান্ড হ্যান্ডসেটটি আগামী কয়েকদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ৪.২.২ আপডেট পাবে। জিএসএমএরিনার সূত্রমতে, গ্যালাক্সি গ্র্যান্ডের জন্য এই আপডেট ইতোমধ্যেই রাশিয়ার ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে। স্যামসাং-এর ঘোষণা অনুসারে, আগামী কয়েক দিনের মধ্যেই সারাবিশ্বের গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন।
নতুন এই আপডেটে রয়েছে লক স্ক্রিন উইজেট, অ্যাডভান্সড টগল মেনু, ডে-ড্রিম স্ক্রিনসেভার, ইমপ্রুভড টাস্ক সুইচিংসহ নতুন বেশ কিছু ফিচার। এছাড়াও গ্যালাক্সি এস৪-এর কিছু সফটওয়্যারও গ্যালাক্সি গ্র্যান্ডের ৪.২.২ আপডেটে জুড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩ যা ইতোমধ্যেই নেক্সাস ৪, নেক্সাস ৭ এবং নেক্সাস ১০-এ চলে এসেছে। পাশাপাশি ডেভেলপারদের কল্যাণে অন্যান্য ফোনেও অ্যান্ড্রয়েড ৪.৩-এর উপর ভিত্তি করে তৈরি কাস্টম রম রিলিজ দেয়া হয়েছে এক্সডিএ-সহ বিভিন্ন প্লাটফর্মে।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ৪.৩ আপডেট পাবে কি না সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে ব্যবহারকারীদের বেশিরভাগই অ্যান্ড্রয়েড ৪.৩-এর চেয়ে অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই নিয়ে বেশি আগ্রহী, যা এখনও অবমুক্তই হয়নি। অবশ্য জিএসএমএরিনার মতে, এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড কি লাইম পাই পাবে এমন নিশ্চিত ডিভাইসগুলো হচ্ছে গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি নোট ২।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ব্যবহারকারীরা আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অথবা যারা ডিভাইসে রম ফ্ল্যাশ নিয়ে অভ্যস্ত, তারা এই লিংক থেকে নতুন ফার্মওয়্যারটি ডাউনলোড করে ফ্ল্যাশও করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে আমাদের পরামর্শ অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা
No comments:
Post a Comment