Wednesday, October 2, 2013

স্মার্টফোনের গোপন সংকেত

Julianna | 11:30 PM |

স্মার্টফোনের গোপন সংকেত

অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো ব্যবহার করে জানা যাবে যন্ত্রের কার্যক্ষমতা এবং পরিবর্তন করা যাবে বিভিন্ন সেটিংস। অ্যান্ড্রোয়েড প্রায় সব স্মার্টফোনে এগুলো ব্যবহার করা যাবে।  ফোনের কী-প্যাড ব্যবহার করে সংকেত লিখলে নির্দিষ্ট কাজের বিষয়ে জানা যাবে।



নিচে কিছু সংকেত এবং এর কাজ দেয়া হলঃ
  • *#06#  ফোনের IMEI নম্বর দেখাবে।
  • *#7465625#  ফোন লক অবস্থান দেখাবে।
  • *#*#8255#*#*  জি-টক সেবার পর্দা দেখাবে।
  • *#*#1472365#*#*  জিপিএস পরীক্ষা করবে।
  • *#*#34971539#*#*  ক্যামেরা সম্পর্কে জানাবে।
  • *#*#197328640#*#* সব সেবা পরীক্ষা করবে।
  • *#*#232339#*#*  Wireless LAN পরীক্ষা করবে।
  • *#*#232337#*#  ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে।
  • *#*#3264#*#* র‌্যামের সংস্করণ দেখাবে।
  • *#*#2664#*#* টাচস্ক্রিন পরীক্ষা করবে।
  • *#*#232338#*#* ওয়াই-ফাই ম্যাক ঠিকানা দেখাবে।
  • *#*#1234#*#* পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে।
  • *#12580*369# সফটওয়্যার এবং যন্ত্রাংশের সম্পর্কে তথ্যদেবে।
  • *#301279#  HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রণ তালিকা দেখাবে।
  • *#0*#  পরিসেবা মেন্যু সেট করা যাবে (গ্যালাক্সি এস৩ ফোনের জন্য)
  • *#*#0842#*#* পর্দার আলো এবং কম্পন (ভাইব্রেশন) পরীক্ষা করার জন্য।
  • *#*#4636#*#* ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান, ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে।
  • *#*#7780#*#*  ফ্যাক্টরি রিস্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সব সিস্টেম ডেটা মুছে যাবে।
  • *#*#197328640#*#*  সেবার ধরন (সার্ভিস মোড) চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য।
  • *#*#273282*255*663282*#*#*  অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষণ (ব্যাকআপ) করবে।
  • *2767*3855# সব অভ্যন্তরীণ (ইন্টারনাল) এবং বহিরাগত (এক্সটারনাল) তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.