Tuesday, October 1, 2013

ইল্যান্সে দেশের ফ্রিল্যান্সার ৪০ হাজার ছাড়িয়েছে

Julianna | 1:51 AM |
elance-screenঘরে বসে অনলাইনে কাজ করছেন দেশের অনেক ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। অনলাইন মার্কেটপ্লেসে ইল্যান্সে বাংলাদেশের মুক্ত পেশাজীবীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।
ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালের এপ্রিল মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইল্যান্সে ৪০ হাজারের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স ২০১২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০১২ সালের শেষ নাগাদ এ সাইটটিতে দেশি ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল ৩০ হাজার। গত চার মাসে বাংলাদেশ থেকে ইল্যান্সে নিবন্ধন করেছেন প্রায় ১০ হাজার ফ্রিল্যান্সার।
বাংলাদেশ থেকে অনলাইনে কাজের বাজার বাড়ছে এবং দ্রুত দক্ষ ফ্রিল্যান্সারের সংখ্যাও বাড়ছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
ইল্যান্সের তথ্য অনুযায়ী, শুধু ব্যবহারকারীর সংখ্যাই নয়, বৃদ্ধি পাচ্ছে উপার্জনকারী ফ্রিল্যান্সারের সংখ্যাও। ২০১৩ সালের প্রথম তিন মাসেই বাংলাদেশ থেকে ইল্যান্সে কাজ পেয়েছেন এক হাজার ৮২৪ জন ফ্রিল্যান্সার, যাঁদের মধ্যে ৬০০ জন ছিলেন ইল্যান্সে একদম নতুন, যাঁরা আগে কখনো ইল্যান্সে কোনো কাজ করেননি। ২০১৩ সালের প্রথম তিন মাসেই চার হাজার ২৬৭টি কাজে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি ফ্রিল্যান্সার।

কাজ দিচ্ছে যুক্তরাষ্ট্র
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাজদাতারা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়োগ দিচ্ছেন। ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি কাজ পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র্রের কাজদাতার কাছ থেকে। এর পরেই দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রথম সাতটি দেশের মধ্যে অন্য স্থানগুলোতে আছে যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও নেদারল্যান্ডস।
 সেরা দক্ষতা

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আইটি বা তথ্যপ্রযুক্তি  বিভাগে কাজ পাওয়া ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি। বাংলাদেশ থেকে ইল্যান্সে এ পর্যন্ত সবচেয়ে বেশি কাজ পেয়েছেন পিএইচপি জানা ফ্রিল্যান্সাররা। এর পরেই সেরা ১০টি দক্ষতার তালিকায় আছে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, সিএসএস, মাইএসকিউএল, ফটোশপ, ইন্টারনেট মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডাটা এন্ট্রি। তবে নতুন দক্ষতা হিসেবে দ্রুত উঠে আসছে অ্যান্ড্রয়েড এবং আইফোন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

ঢাকার বাইরে ফ্রিল্যান্সিং

ঢাকার বাইরে বিভিন্ন জেলার ফ্রিল্যান্সাররা উপার্জনের দিক থেকে ধীরে ধীরে উঠে আসছেন। ইল্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাইরে বেশির ভাগ সফল ফ্রিল্যান্সার রয়েছেন বিভাগীয় শহরগুলোতে। উপার্জনের দিক দিয়ে বাংলাদেশের সেরা সাতটি শহর হলো ঢাকা, খুলনা, জামালপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বগুড়া।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.