Monday, October 7, 2013

কিভাবে বন্ধ করবেন অটো উইন্ডোজ আপডেট

Julianna | 2:12 AM |

কিভাবে বন্ধ করবেন অটো উইন্ডোজ আপডেট

আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তাঁরা প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হয়। এর মধ্যে একটি হচ্ছে-কিছু দিন পর পর আপনার সাধের কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ আপডেট চাই। আর আপনিও আপডেট দিতে দিতে ক্লান্ত। মাঝে মাঝে এমন অবস্থার সৃষ্টি হয় যে, ক্যান্সেল করারও কোন রাস্তা থাকেনা। একেবারে শাটডাউন বরাবর এসে আসন গেরে বসে। লেখা থাকে Please Update & Shatdown অর্থাৎ আপনি শাটডাউন করার সাথে সাথে আপনার কম্পিউটার অটো আপডেট হতে থাকবে। তো চলুন দেখা যাক কিভাবে এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে...

প্রথমে Computer এ ক্লিক করুন।
তারপর খালি স্ক্রিনে আপনার মাউসে রাইট ক্লিক করুন।
সিলেক্ট & ক্লিক Properties
তারপর ক্লিক Windows Update
এবার ক্লিক Check For Update
ক্লিক Change Setting
সিলেক্ট Important Updates
এবার ক্লিক করে দেখুন কয়েকটা অপশন এসেছে।
আপনি সিলেক্ট করুন Never Check for Updates
এখন OK করে বের হয়ে আসুন। ব্যস আপনার কাজ শেষ।

এইটা আমি Windows 8 ট্রাই করেছি। ১০০% কার্যকর। আপনারা একই নিয়মে এক্সপি বা সেভেনেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রবলেম সল্ ভ হবে। তারপরও কোন সমস্যার মুখোমুখি হলে কমেন্ট বক্স তো আছেই। আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার লেখাগুলো।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.