Tuesday, February 4, 2014

ওয়েবসাইটের বাউন্স রেট কম রাখার ৬টি টিপস

Julianna | 10:30 PM |
ব্লগের ডিজাইন একটি ব্লগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগের ডিজানই পাঠককে অনেকক্ষণ ব্লগে অবস্থান করতে বাধ্য করে। প্রত্যেক ব্লগারের উচিত নিজের সাইটের টেমপ্লেটকে হালকা ও কিছুটা চমকপ্রদ রাখা। অনেক সময় পাঠক মুগ্ধ না হয়ে সাইটের প্রথম পাতা থেকেই ফিরে চলে যায়,এটিকেই বাউন্স রেট বলে। বাউন্স রেট শতকরা হিসেবের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়ে থাকে।
bounce-rate
বাউন্স রেট বেশি হলে ব্লগের জন্য সেটি মারাত্নক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাধের ব্লগ যদি পাঠকেরই পছন্দ না হয় তাহলে ব্লগ বানিয়ে লাভ কি? বাউন্স রেট বেশি হওয়ার সম্ভাব্য দু-তিনটি কারণ-
  • পাঠক যেই পোস্টের সন্ধানে বা যে সূত্র ধরে আপনার ব্লগে এসেছে সেরকম পোস্টের অনুপস্থিতি পাঠককে প্রথম পাতা থেকে চলে যেতে উৎসাহিত করে ;(।
  • সাইটের ডিজাইন পাঠককে আকৃষ্ট করার মত নয়।
  • সাইটের লোডিং সময় অনেক বেশি হওয়ার কারণে পাঠক ধৈর্যহারা হয়ে পড়ে।
  • ভুল তথ্য ও কপি-পেস্ট পোস্ট পাঠককে দারুণ ভাবে নিরুৎসাহিত করবে আপনার ব্লগ পড়ার জন্য।
এবার মূল আলোচনায় ফিরে আসি। ব্লগাররা স্বাভাবিক ভাবে চায় তার ব্লগের বাউন্স রেট কম থাকুক। আর তাই সেইসব ব্লগারদের জন্য আজকে বেশ কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরব যা আপনার সাইটের বাউন্স রেট কম রাখতে বহুলাংশে সহায়তা করবে।
সাইটের কনটেন্ট
বাউন্স রেট কম রাখার সবচেয়ে সাধারণ উপায় হচ্ছে উন্নতমানের কনটেন্ট। পাঠক যদি আপনার সাইটের লেখাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে অথবা কনটেন্ট গুলো পাঠকের উপকারে আসলে পাঠক অবশ্যই আপনার সাইট ছেড়ে যেতে চাইবেন না। এজন্য প্রচুর ভালো ও উন্নতমানের পোস্ট লেখার অভ্যাস করতে হবে। আর সাইটের প্রতি যদি পাঠকের প্রথম ইম্প্রেশন খারাপ হয় তখন উচ্চ বাউন্স রেটের শিকার হবে আপনার সাইট। অর্থাৎ পাঠক প্রথম দেখাতেই নাখোশ হয়ে চলে গেল। মানসম্পন্ন ও উচ্চমানের পোস্ট লেখার কিছু টিপস এই পোস্টটিতে দিয়েছি।
ওয়েবসাইটের ডিজাইন
পূর্বেই আমি বলেছি সাইটের ডিজাইন বাউন্স রেটকে কম রাখতে অনেকটা প্রভাবক হিসেবে কাজ করে। পাঠক প্রথমেই আপনার সাইটের ডিজাইনের দিকে চোখ দেয় পরে সাইটের বিষয়বস্তুর ওপর (সব ক্ষেত্রে নয়)। তবে আমি ব্যক্তিগতভাবে ডিজাইন থেকে বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আবার সকল পাঠকের মন-মানসিকতা একরকম নয়। তাই আপনাকে অবশ্যই সাইটের ডিজাইনের দিকে দৃষ্টি দিতেই হবে। সাইটের টেম্পলেটটি যেধরণের হওয়া উচিত-
  • ফাস্ট লোডিং।
  • অপ্রয়োজনীয় উইজেট পরিহার।
  • অতিরিক্ত এড না থাকা।
  • সাইটে অবশ্যই একটি সার্চ বক্স রাখা।
এরকম টেম্পলেট পাঠককে সাইটে ধরে রাখতে সাহায্য করবে।
পপ-আপ অ্যাডভার্টাইজমেন্টগুলোকে না বলুন
আমি অনেকগুলো ব্লগে লক্ষ্য করেছি তারা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য পপ-আপের সাহায্য নেয়। পপ-আপ দিয়ে পাঠককে সাবস্ক্রাইবের জন্য আবেদন করে। তবে আমি বলব সাবসক্রাইবার বাড়ানোর আরো অনেক পন্থা আছে। এরকম পপ-আপ পাঠককে সাবস্ক্রাইবে উৎসাহিত না করে বরং অনুৎসাহিত করে। সাইটে প্রথম প্রবেশ করেই এরকম পপ-আপ বক্স বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি সকলকে পরামর্শ দিব প্রতিটি পোস্টের নিচে একটি সাবস্ক্রাইব বক্সের ব্যবস্থা রাখতে। এতে পাঠকের লেখা ভালো লাগলে পাঠক অবশ্যই আপনার সাইটের সাথে যুক্ত থাকতে চাইবে।
আর্কষনীয় হোমপেজ
পরিসংখানে দেখা গেছে ৯০ ভাগ ভিজিটর কোন ওয়েবসাইটের মূল লিঙ্ক ধরেই সাইটের হোমপেজে পৌছায়। মূল লিঙ্ক বলতে বুঝিয়েছি সাইটের মূল ডোমেইন নেম। তবে যারা সাইট সাব–ডোমেইন ব্যবহার করে তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সুতরাং হোম পেজে পাঠককে সন্তুষ্ট করার জন্য যথেষ্ঠ পরিমান কনটেন্ট রাখতে হবে। অনেকে ম্যাগাজিন স্টাইল থিম ব্যবহার করে থাকে। এই ধরণের থিম ব্যবহার করার সুফল হল কম স্পেসে প্রচুর কনটেন্ট দেখান যায়।
সাইটম্যাপ বা আর্কাইভ পেজ তৈরী
সাইটম্যাপ আর্কাইভার একটি সাইটের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর্কাইভার পেজে সাইটের সমস্ত পোস্টের লিস্ট রাখা হয়। সাধারণত বছর বা মাস ভিত্তিক আর্কাইভার দেখা যায়। আর্কাইভার পৃষ্ঠা রাখার মাধ্যমে পাঠক সহজেই আপনার সাইটের সকল পোস্ট ব্রাউজ করতে পারবে। আর্কাইভার পেজে বা সাইটম্যাপ তৈরীর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা নিচের প্লাগিনগুলোর যেকোনটি ব্যবহার করে দেখতে পারেন।
পোস্টের ভেতর এডসেন্সের এড
অনেকেই ভালো আয়ের জন্য পোস্টের ভেতরেও এডসেন্স লিঙ্ক বসায়। এতে আপনার আয় ভালো হবে আবার আপনার জন্য একটু ক্ষতিও হতে পারে। কারণ দেখা গেল হোমপেজের এডসেন্স লিঙ্ক ধরে যদি পাঠক অন্য সাইটে নেভিগেট হয়ে যায় তাহলে ক্ষতি তো আপনারই হবে। তাই পোস্টের ভেতর এডসেন্স এড বসানোর ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।
পাঠককে আপনার সাইটে ধরে রাখতে রিলেটেড পোস্ট প্লাগিন, জনপ্রিয় পোস্টগুলোর তালিকা প্রদর্শন,সাম্প্রতিক মন্তব্য ও পোস্টের ব্যবস্থা রাখা যাতে পারে। এতে পাঠক আপনার সাইটের অন্যান্য পোস্টগুলোর পড়তে উৎসাহিত হবে। এমনকি কোন পোস্টের মন্তব্যসমূহ পাঠককে সেই পোস্ট পড়তে আগ্রহী করে তোলে। ব্লগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেও পাঠক ধরে রাখা যায়।

1 comment:

  1. good post about blog posting carry on. meny newbie help your post.
    visit my site find latest tricks www.trickau.blogspot.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.