ইদানিং সবাই তাদের কম্পিউটারকে অযাচিত লোকজনের হাত থেকে বাচিয়ে রাখতে
পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু সেই পাসওয়ার্ডটিও মাঝে মাঝে হয়ে থাকে
অনেক জটিল কোনো স্ট্রিঙ যাতে কেউ আন্দাজও করতে না পারে। সেই জটিল আর গোপন
পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে দুর্ভোগ এর সীমা থাকেনা। এই দুর্ভোগটি কমানোর ছোট্ট একটি প্রচেষ্টা হিসেবে আমার এই পোস্ট।
নিচের পদ্ধতি অনুসরন করে আমরা একটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করবো। এরপর কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই রিসেট ডিস্কটি ব্যবহার করে পিসি এক্সেস করতে পারবেন।
নিচের পদ্ধতি অনুসরন করে আমরা একটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করবো। এরপর কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই রিসেট ডিস্কটি ব্যবহার করে পিসি এক্সেস করতে পারবেন।
- প্রথমে আপনার পেনড্রাইভ USB পোর্টে লাগিয়ে নিন।
- এরপর উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল এ যান।
- তারপর User Accounts and Family Safety তে গিয়ে User Accounts এ ক্লিক করুন।
- নতুন পেজ এর বামে Create a password reset disk এ ক্লিক করুন।
- একটি বক্স আসবে সেখানে Next এ ক্লিক করুন আবার Next এ ক্লিক করুন।
- তারপর আপনার বর্তমান ইউজার পাসওয়ার্ড টি দিয়া Next এ ক্লিক করুন।
No comments:
Post a Comment