ব্ল্যাকবেরির
মতো স্যামসাং-এরই রয়েছে নিজস্ব চ্যাটিং অ্যাপ্লিকেশন। আর সেই অ্যাপ্লিকেশন
নিয়মিত আপডেটও করে থাকে স্যামসাং। তারই ধারাবাহিকতায় চ্যাটঅন নামের এই
অ্যাপ্লিকেশনে আসছে লোকেশন শেয়ারিং-এর সুবিধা।
দি নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, কোরিয়ান কোম্পানিটি গ্লিম্পস নামের একটি ফার্মের সঙ্গে তাদের পার্টনারশিপের খবর জানিয়েছে যার মাধ্যমে তারা ব্যবহারকারীদের লোকেশন-শেয়ারিং-এর সুবিধা দিতে পারবে।
চ্যাটঅন অ্যাপ্লিকেশনটি বিশেষ করে স্যামসাং-এর ফিচার ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেও প্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপগুলোর মতো অনেক সুবিধাই এতে এখনও অনুপস্থিত। বিশেষ করে লোকেশন শেয়ারিং অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট ইত্যাদি মেসেজিং অ্যাপগুলোতে রয়েছে।
অবশ্য স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ‘চ্যাটঅন’ পুরনো খবর মনে হতে পারে। সেই ধারণা ভাঙাতেই স্যামসাং জানিয়েছে, তাদের রয়েছে ১৮০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার, যে সংখ্যাটা গত সেপ্টেম্বর থেকে ১০০ মিলিয়ন বেড়েছে। স্যামসাং-এর বেশ কিছু ডিভাইসে অ্যাপটি প্রি-ইন্সটলড থাকে। এছাড়াও আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও অন্যান্য প্ল্যাটফর্মেও আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যায় চ্যাটঅন।
দি নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, কোরিয়ান কোম্পানিটি গ্লিম্পস নামের একটি ফার্মের সঙ্গে তাদের পার্টনারশিপের খবর জানিয়েছে যার মাধ্যমে তারা ব্যবহারকারীদের লোকেশন-শেয়ারিং-এর সুবিধা দিতে পারবে।
চ্যাটঅন অ্যাপ্লিকেশনটি বিশেষ করে স্যামসাং-এর ফিচার ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেও প্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপগুলোর মতো অনেক সুবিধাই এতে এখনও অনুপস্থিত। বিশেষ করে লোকেশন শেয়ারিং অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট ইত্যাদি মেসেজিং অ্যাপগুলোতে রয়েছে।
অবশ্য স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ‘চ্যাটঅন’ পুরনো খবর মনে হতে পারে। সেই ধারণা ভাঙাতেই স্যামসাং জানিয়েছে, তাদের রয়েছে ১৮০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার, যে সংখ্যাটা গত সেপ্টেম্বর থেকে ১০০ মিলিয়ন বেড়েছে। স্যামসাং-এর বেশ কিছু ডিভাইসে অ্যাপটি প্রি-ইন্সটলড থাকে। এছাড়াও আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও অন্যান্য প্ল্যাটফর্মেও আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যায় চ্যাটঅন।
No comments:
Post a Comment