ওয়েব ডিজাইনিং একটি সৃজনশীল কর্ম। অনেকে ওয়েব ডিজাইনিংকে প্রোফেশন
হিসেবে বেছে নিয়েছে। ওয়েব ডিজাইনিং এর রয়েছে বিস্তর সীমা। এক একটি
প্রোজেক্টে কাজ করার জন্য চাই প্রচুর সময়, নিষ্ঠা ও আবেগ। ওয়েব হল নিজেকে
সবার সামনে তুলে ধরার, নিজেকে চেনানোর একটি
মাধ্যম। এই ওয়েবেই প্রচুর মানুষ নিজের নিষ্ঠা ও সময় ব্যয় করে ওয়েব ডিজাইনিং
কিংবা ডেভলপিং এর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তা ও মেধার পরিচয় দিয়েছে।
ডিজাইনিং এর এই বিস্তর পরিসরে একজন ডিজাইনারকে অনেক জিনিস শিখতে
হয়,বিভিন্ন বিষয়ের আপডেট রাখতে হয়। একজন সফল ওয়েব ডিজাইনারের প্রয়োজন
প্রচুর রিসোর্স যা তাকে একটি প্রোজেক্ট অতি সাধারণ রূপে উপস্থাপন করতে
সহায়তা করবে। অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এইসব ওয়েব ডিজাইনারদের
জন্য প্রচুর রিসোর্স সংকলন করছে। চলুন জানি সেই রকম কয়েকটি ওয়েবসাইট
সম্পর্কে।
স্ম্যাশিং ম্যাগাজিন
স্ম্যাশিং ম্যাগাজিন হল ওয়েব ডিজাইনারদের জন্য একটি আল্টিমেট সাইট। ওয়েব
ডিজাইনিং এর প্রায় সকল শাখার ওপর রিসোর্স খোঁজ করলে পাওয়া যাবে এই
ওয়েবসাইটিতে। অভিজ্ঞ ওয়েব ডিজাইনাররা নিয়মিত এই ওয়েবসাইটি পড়েন। স্ম্যাশিং
ম্যাগাজিনে ফটোশপ,গ্রাফিক্স,ওয়ার্ডপ্রেস,এইচটিএমএল,সিএসএস,কাস্টম
কোডিং,বিভিন্ন টুলস সহ আরো অনেক উপকরণ আছে যা একজন ওয়েব ডিজাইনারকে
বহুলাংশে সহায়তা করে। স্ম্যাশিং ম্যাগাজিন তার পাঠকদেরকে বিভিন্ন ফ্রীবাইস
দিয়ে থাকে।
ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক
ফুয়েল ব্রান্ড নেটওয়ার্কে ওয়েব ডিজাইনিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, টুলস, বিভিন্ন খবরাখবর দেওয়া হয়। ব্লগিং,ফটোগ্রাফী,ভেঞ্চার, প্রোডাক্ট ডিজাইন, ইলাস্ট্রেশন সহ আরোও চারটি বিভাগ রয়েছে যেখানে ওয়েব ডিজাইনিং এর বিভিন্ন শাখায় আলোচনা করা হয়েছে। মজার ব্যাপার হল প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। মূলত এদের সব কয়টি ওয়েবসাইট মিলেই তৈরী হয়েছে ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক।
সিক্স রিভিশনস
সিক্স রিভিশনস হল স্ম্যাশিং ম্যাগাজিনের মতই একটি ওয়েবসাইট। এটি মূলত স্ম্যাশিং নেটওয়ার্কেরই আওতাভুক্ত আরো একটি সাইট। জ্যাকব গিউওব নামের একজন প্রোফেশনাল ওয়েব ডিজাইনার সাইটটি তৈরী করেন। সিক্স রিভিশনসে প্রচুর আর্টিকেল রয়েছে। রয়েছে প্রচুর পরিমানে টিউটোরিয়াল। মেধাবী ওয়েব ডিজাইনারদের লেখায় সমৃদ্ধ এই ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হয়।
পিএসডি টাট+
পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ ওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপ কেন্দ্রিক করে তৈরী করা হয়েছে। ফটোশপ ওয়েব ডিজাইনিং এর একটি অত্যাবশ্যকীয় সফটওয়্যার। প্রচুর অ্যাডভান্স এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে প্রয়োজন প্রচুর শিক্ষা উপকরণ যা এই ওয়েবসাইটটি সরবরাহ করে থাকে। আপনার যদি ধারণা থাকে আমি ফটোশপ সম্পর্কে সব জানি তাহলে আপনি এই ওয়েবসাইটিতে একবার হলেও ঢুঁ মারবেন। দেখবেন আপনি ফটোশপ সম্পর্কে কেবলমাত্র জানতে শুরু করেছেন। শত শত টিউটোরিয়ালে পরিপূর্ণ এই ওয়েবসাইটি আর্দশ ভাবা ভুল হবে না।
ওয়েব ডিজাইনার লেজার
ওয়েব ডিজাইনার লেজার একটি প্রকাশনামূলক ব্লগসাইট। প্রোফেশনাল মানের ওয়েব ডিজাইনাররা এই ব্লগে লিখে থাকেন শুধু মাত্র ওয়েব ডিজাইনারদের জন্যই। পোস্টের উচ্চ মান নিশ্চিত করতে এরা অনেক তৎপর। ওয়েব ডিজাইন সম্পর্কিত রিসোর্স ও জ্ঞান বিতরণ করাই এদের মূল উদ্দেশ্য। হেনরি জোনসের এই ওয়েবসাইটটি স্ম্যাশিং ম্যাগাজিন এর আওতাভুক্ত। কিছু দিন পর পরই সাইটটি আপডেট করা হয়।
ফোলিও ফোকাস
ফোলিও ফোকাস পোর্টফোলিও ডিজাইনারদের জন্য একটি অনুপ্রেরণামূলক ওয়েবসাইট। অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হল এই ওয়েবসাইটটি। ফোলিও ফোকাসে ওয়েব ডিজাইনার,ফটোগ্রাফার,গ্রাফিক্স ডিজাইনারদের পোর্টফলিও ওয়েবসাইটের এক একটি অনন্য উদাহরণ আপনি খুঁজে পাবেন।
ব্লগ ডিজাইন হিরোস
ব্লগ ডিজাইন হিরোস ও ফোলিও ফকাস এরা একই নেটওয়ার্কের আওতাভুক্ত। দুইটা
সাইটই একই রকম ও অনুপ্রেরণামূলক। তবে ওয়েবসাইট দুইটির মূল পার্থক্য হল
ফোলিও ফোকাস পোর্টফোলিও সাইটগুলোর ডিজাইন প্রর্দশন করে এবং ব্লগ ডিজাইন
হিরোস ভালো ভালো ব্লগের ডিজাইনের গ্যালারী প্রর্দশন করে। অত্যন্ত সমৃদ্ধবান
ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন যাতে পরবর্তীতে আপনার ব্লগের ডিজাইনের জন্য
অনুপ্রেরণা খুঁজতে পারেন।
দ্য বেস্ট ডিজাইনস
বেস্ট ডিজাইনস ওয়েব ডিজাইনিং এর ওপর আর একটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। ২০০১
সালে শুরু হওয়া ওয়েবসাইটটির পূর্ববর্তী ভার্সনে ৪০০০ হাজার ওয়েবসাইটের
বিশাল সংকলন ছিল। বর্তমানটি এই সংখ্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। ওয়েবসাইটিতে
উচ্চমান সম্পন্ন বিভিন্ন উপকরণ আছে।
স্ম্যাশিং ম্যাগাজিন
ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক
ফুয়েল ব্রান্ড নেটওয়ার্কে ওয়েব ডিজাইনিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, টুলস, বিভিন্ন খবরাখবর দেওয়া হয়। ব্লগিং,ফটোগ্রাফী,ভেঞ্চার, প্রোডাক্ট ডিজাইন, ইলাস্ট্রেশন সহ আরোও চারটি বিভাগ রয়েছে যেখানে ওয়েব ডিজাইনিং এর বিভিন্ন শাখায় আলোচনা করা হয়েছে। মজার ব্যাপার হল প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। মূলত এদের সব কয়টি ওয়েবসাইট মিলেই তৈরী হয়েছে ফুয়েল ব্রান্ড নেটওয়ার্ক।
সিক্স রিভিশনস
সিক্স রিভিশনস হল স্ম্যাশিং ম্যাগাজিনের মতই একটি ওয়েবসাইট। এটি মূলত স্ম্যাশিং নেটওয়ার্কেরই আওতাভুক্ত আরো একটি সাইট। জ্যাকব গিউওব নামের একজন প্রোফেশনাল ওয়েব ডিজাইনার সাইটটি তৈরী করেন। সিক্স রিভিশনসে প্রচুর আর্টিকেল রয়েছে। রয়েছে প্রচুর পরিমানে টিউটোরিয়াল। মেধাবী ওয়েব ডিজাইনারদের লেখায় সমৃদ্ধ এই ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হয়।
পিএসডি টাট+
পিএসডি টাট+ ফটোশপ ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ ওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবসাইটটি ফটোশপ কেন্দ্রিক করে তৈরী করা হয়েছে। ফটোশপ ওয়েব ডিজাইনিং এর একটি অত্যাবশ্যকীয় সফটওয়্যার। প্রচুর অ্যাডভান্স এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে প্রয়োজন প্রচুর শিক্ষা উপকরণ যা এই ওয়েবসাইটটি সরবরাহ করে থাকে। আপনার যদি ধারণা থাকে আমি ফটোশপ সম্পর্কে সব জানি তাহলে আপনি এই ওয়েবসাইটিতে একবার হলেও ঢুঁ মারবেন। দেখবেন আপনি ফটোশপ সম্পর্কে কেবলমাত্র জানতে শুরু করেছেন। শত শত টিউটোরিয়ালে পরিপূর্ণ এই ওয়েবসাইটি আর্দশ ভাবা ভুল হবে না।
ওয়েব ডিজাইনার লেজার
ওয়েব ডিজাইনার লেজার একটি প্রকাশনামূলক ব্লগসাইট। প্রোফেশনাল মানের ওয়েব ডিজাইনাররা এই ব্লগে লিখে থাকেন শুধু মাত্র ওয়েব ডিজাইনারদের জন্যই। পোস্টের উচ্চ মান নিশ্চিত করতে এরা অনেক তৎপর। ওয়েব ডিজাইন সম্পর্কিত রিসোর্স ও জ্ঞান বিতরণ করাই এদের মূল উদ্দেশ্য। হেনরি জোনসের এই ওয়েবসাইটটি স্ম্যাশিং ম্যাগাজিন এর আওতাভুক্ত। কিছু দিন পর পরই সাইটটি আপডেট করা হয়।
ফোলিও ফোকাস
ফোলিও ফোকাস পোর্টফোলিও ডিজাইনারদের জন্য একটি অনুপ্রেরণামূলক ওয়েবসাইট। অসাধারণ পোর্টফোলিও সাইটগুলোর গ্যালারি হল এই ওয়েবসাইটটি। ফোলিও ফোকাসে ওয়েব ডিজাইনার,ফটোগ্রাফার,গ্রাফিক্স ডিজাইনারদের পোর্টফলিও ওয়েবসাইটের এক একটি অনন্য উদাহরণ আপনি খুঁজে পাবেন।
ব্লগ ডিজাইন হিরোস
দ্য বেস্ট ডিজাইনস
No comments:
Post a Comment