উইন্ডোজ ৮ এর সবচাইতে বিরক্তিকর একটি ব্যাপার হচ্ছে এর সাথে দেয়া মেট্রো
বা মডার্ন ইউআই অ্যাপগুলো শুধু ফুলস্ক্রীনেই রান করে। ছোট স্ক্রীনের জন্য
ঠিক হলেও বড় স্ক্রীনের ব্যবহারকারীরা এতে মোটেও সন্তুষ্ট নন। এই
অ্যাপগুলোকেই উইন্ডো-মোডে চালানোর জন্য রয়েছে মডার্ন মিক্স নামের অ্যাপটি।
এর মাধ্যমে মডার্ন উইআই এর অ্যাপগুলোকে উইন্ডোড মোডে চালানো সম্ভভ।
অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন এখান থেকে:
ModernMIx
ইন্সটল এর পর একটি configuration window আসবে। সেখানে আপনার পছন্দমত configuration করুন। তবে নিচের ছবির মত কনফিগারেশন করলে ভাল হয়।
কনফিগারেশন হয়ে গেলে এবার আপনার ডেস্কটপকে আবারও আগের মত ব্যবহার করুন ট্যাবলেট মোড ছাড়াই।
অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন এখান থেকে:
ModernMIx
ইন্সটল এর পর একটি configuration window আসবে। সেখানে আপনার পছন্দমত configuration করুন। তবে নিচের ছবির মত কনফিগারেশন করলে ভাল হয়।
কনফিগারেশন হয়ে গেলে এবার আপনার ডেস্কটপকে আবারও আগের মত ব্যবহার করুন ট্যাবলেট মোড ছাড়াই।
No comments:
Post a Comment