Wednesday, June 18, 2014

শুরু হলো কোডিং যুদ্ধ কোড ওয়ারিয়র’স চ্যালেঞ্জ ২০১৪

Julianna | 12:48 AM |
body {font-size:100%;} p {font-size:1.5em;} (প্রিয় টেক) বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর সম্মিলিত আয়োজনে শুরু হয়েছে ‘কোড ওয়ারিওর’স চ্যালেঞ্জ ২০১৪’। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর অংশ হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মত আয়োজিত হতে যাওয়া এবারের কোড ওয়ারিয়র চ্যালেঞ্জ সাজানো হয়েছে ভিন্ন দুটি বিভাগে- মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটি একটি আন্ত-বিশ্ববিদ্যালয় এবং আন্ত-প্রাতিষ্ঠানিক কোডিং প্রতিযোগিতা। শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতি দলের সদস্য সংখ্যা ৪ জন। সেরা দল হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রতিযোগীদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। যার ভিতরে রয়েছে ২৩ মে-তে নৈর্ব্যক্তিক পরীক্ষা, ২৪ মে-তে গ্রুমিং সেশন এবং ৩০-৩১ মে টানা ৩৬ ঘন্টার রুদ্ধদার বুটক্যাম্প। আগ্রহী প্রার্থীদের www.codewarrior.bitm.org.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করা জন্য আহবান জানানো হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জন্য পূরণকৃত ফরম ডাউনলোড করে শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্যাডে কম্পিউটার বিভাগের প্রধান / রেজিষ্ট্রারের স্বাক্ষর সহ এবং পেশাদারদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে সি লেভেল ম্যানেজারের স্বাক্ষরসহ ওয়েবসাইটে আপলোড করতে হবে। উল্লেখ্য, একটি প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়/কোম্পানী) কেবল প্রতি শাখায় একটি দলকে মনোনয়ন দিতে পারবে। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে ২১ মে ২০১৪। আগামী ৬ জুন ২০১৪ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-এর অ্যাওয়ার্ড নাইটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে । ‘কোড ওয়ারিয়র’স চ্যালেঞ্জ ২০১৪’-এর আহবায়ক হিসেবে আছেন বেসিসের কোষাধ্যাক্ষ এবং বিআইটিএম-এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক জনাব শাহ ইমরাউল কায়ীশ। আগ্রহীরা www.codewarrior.bitm.org.bd অথবা www.event@bitm.org.bd-এ ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.