Wednesday, June 18, 2014

ছোট্ট একটি ক্যামেরা দিয়ে করা যাবে ৩৬০ ডিগ্রি এইচডি ভিডিও

Julianna | 12:49 AM |
          আনআইডেনটিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) আদলে তৈরি করা ভিডিও ক্যামেরা দিয়ে ৩৬০ ডিগ্রি কোণে ভিডিও করা যাবে। ৩৬০ ডিগ্রি কোণে ছবি তোলা বা ভিডিও করাকে সাধারণত আমরা বলে থাকি প্যানারোমিক ছবি। Centr নামের আসা বাজারে নতুন এ ক্যামেরাটি হাই ডেফিনেশন (এইচডি) ফরম্যাটে প্যানারোমিক ভিডিও ক্যাপচার করতে সক্ষম। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রাক্তন কর্মকর্তারা দলগতভাবে ক্যামেরাটি তৈরি করেছেন। আইফোন ও অ্যানড্রয়েড স্মার্টফোনের মাধ্যেম পরিচালনা করা যাবে সেন্টর। Centr                  সেন্টরের প্রধান নির্বাহী বলেছেন, 'আমাদের নতুন এ ক্যামেরাটি অনেককেই ছবি তোলা বা ভিডিও করার কাজটিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এমনকি প্যানারোমিক সেলফিও তোলা যাবে এটি দিয়ে।' এ ক্যামেরা তৈরি করাতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছিল স্টেল্থ এইচডির অধীনে কাজ করতে থাকা অ্যপলের প্রাক্তন কর্মকর্তারাদের দলটি। বিশেষ করে সামরিকবাহিনীর গুরুত্বপূর্ণ প্যানারোমিক ভিডিও করার কাজ আগের চেয়ে অনেক সহজ হবে বলে মনে করেন সেন্টরের নির্মাতা দল। এছাড়াও বিভিন্ন খেলার ভিডিও কিংবা ন্যাশনাল জিওগ্রাফিকের ভিডিও শুটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ক্যামেরাটি। প্রয়ােজনীয় টুলস লাগালে ১০৮০ পিক্সেলেও ভিডিও শুট করা সম্ভব। ক্যামেরাটিতে ট্রাইপড লাগিয়েও শুটিং-এর কাজ করা যাবে। আরো আছে আট গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ যা এসডি কার্ড লাগিয়ে মেমোরি আরো বাড়ানো যায়। তিনটি মাইক্রোফোন, ব্লুটুথ, ইউএসবি থ্রি কানেক্টর এবং ওয়াই-ফাই বিল্ট-ইন আছে অবস্থায় ক্যামেরাটিতে। বাজারে সেন্টর ক্যামেরাটির দাম ৩৯৯ মার্কিন ডলার।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.