Tuesday, December 17, 2013

স্বল্প মূল্যে ভালো মানের গ্রাফিক্স কার্ড

Julianna | 2:21 AM |
বর্তমান বাজারে আসা বেশ কিছু গেমস প্রচুর পরিমানের গ্রাফিক্স পারফরমেন্স দ্বারা পরিচালিত।ফলে অনেকের কম্পিউটার হয়ে পরেছে ধীর গতির।আর এ কারণেই অনেকেই নতুন গ্রাফিক্স কার্ড ক্রয় করার পরিকল্পনা নিচ্ছে।কিন্তু গ্রাফিক্স কার্ড এর দাম বেশি হওয়ায় অনেকেরই এই পরিকল্পনা বাস্তব রূপ পাচ্ছে না। এ সমস্যা হতে মুক্তি পাওয়ার জন্য আজকের ব্লগ গ্রাফিক্স কার্ড এর মান ও দাম সম্পর্কে।
একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড ক্রয়ের জন্য সর্বনিম্ম বাজেট ৬৫০০ টাকা রাখা আবশ্যক .
নিম্মে স্বল্প মুল্যের গ্রাফিক্স কার্ড এর একটি লিস্ট প্রদান করা হলো।
*AMD Radeon HD 6670 2GB DDR3 (৬৫০০ টাকা)
*AMD Radeon HD 6670 1GB GDDR5 (৮০০০ টাকা)
*AMD Radeon HD 7730 1GB GDDR5 (৮৫০০ টাকা)
*AMD Radeon HD 7750 OC 1GB GDDR5 (৯০০০ টাকা)
*AMD Radeon HD 7770 GHZ Edition (Non OC) 1GB GDDR5(১০০০০ টাকা)
*AMD Radeon HD 7790 OC 1GB GDDR5 (১৪৫০০ টাকা)
*AMD Radeon HD 7790 OC 2GB GDDR5 (১৬৮০০ টাকা)
এসকল গ্রাফিক্স কার্ড ছাড়াও বাজারে নানান ধরনের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় তবে তার মুল্য ১৬৮০০ টাকা অতিক্রম করবে।
গ্রাফিক্স কার্ড এর ব্র্যান্ড সমূহের মধ্যে অধিক কার্যকরী ও শক্তিশালী ব্র্যান্ড হচ্ছে asus। এছাড়াও উপরোক্ত মডেল গুলোর অন্যান্য ব্র্যান্ড হলো sapphire এবং gigabyte যার মুল্য asus এর তুলনায় কিছুটা কম।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.