(প্রিয়.কম) বড় ফাইল (যেমন মুভি) ট্রান্সফার করতে ড্রাইভারগুলোতে বেশ সময় লেগে যায় যা খুব
বড় ফাইল (যেমন মুভি) ট্রান্সফার করতে ড্রাইভারগুলোতে বেশ সময় লেগে যায় যা খুব বিরক্তিকর। আর এই সমস্যা সমাধানে সাউথ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং অতি ক্ষুদ্র ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে এলো। ২০১৫ সালের কঞ্জিউমার ইলেকট্রনিক শো'তে স্যামসাং নতুন টিভি, ওভেন, ওয়াশিং মেশিন এমন নতুন নতুন পন্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর এর বাহিরে নতুন পোর্টেবল এসএসডি টিওয়ান নামে ছোট ফ্ল্যাশ ড্রাইভও উন্মুক্ত করেছে। এসএসডি টিওয়ানের একটি মসৃণ কালো ক্রোম পৃষ্ঠ আছে যার আকার একটি বিজনেস কার্ডের মতো এবং ওজন ৩০ গ্রাম। কিন্তু এর ট্রান্সফার গতি খুবই ভালো। এই ফ্ল্যাশ ড্রাইভের রিড/রাইটের গতি সেকেন্ডে ৪৫০ মেগাবাইটের বেশী যা সাধারন হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় তিন থেকে সাতগুন বেশী দ্রুত। আর এই গতিতে ৩জিবি'র একটি মুভি ট্রান্সফার করতে সময় লাগবে ৮ সেকেন্ড অথবা ১০ জিবি'র মুভি ট্রান্সফার করতে লাগবে ২৭ সেকেন্ড। টিওয়ানের তিনটি মডেল ২৫০ জিবি, ৫০০ জিবি এবং ১ টেরাবাইট রয়েছে এবং এর মূল্য নির্ধারন করা হয়েছে ১৭৯ থেকে ৫৯৯ ডলারের মধ্যে। ফ্ল্যাশ ড্রাইভটি আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment